মানতে হবে এই শর্ত
এমনি-এমনি তো আপনাকে এই অফার দিচ্ছে না Reliance Jio। এই রিচার্জ প্ল্যানটিকে আপনাকে ছয় মাসের জন্য তখনই অফার করা হবে, যখন Reliance Store থেকে আপনি iPhone 15 ক্রয় করবেন। যে কোনও রিলায়েন্স স্টোর থেকেই তা সে অফলাইন হোক বা অনলাইন, অফারটি সব জায়গাতেই পাবেন। অর্থাৎ, রিলায়েন্স রিটেল স্টোর, রিলায়েন্স ডিজিটাল অনলাইন বা জিওমার্ট আপনাকে এই অফারটি দেবে।
প্রসঙ্গত, গত 22 সেপ্টেম্বর শুক্রবার থেকে iPhone 15 সহ এই সিরিজ়ের বাকি তিনটি ফোন অর্থাৎ iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে।
Jio 399 টাকার প্ল্যানের সুবিধা
Jio তার 399 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 3GB করে ডেটা অফার করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুবিধা এবং দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা। রয়েছে আরও একটি চমৎকার অফার। JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানটি গত বছর নিয়ে এসেছিল মুম্বইয়ের টেলিকম সংস্থাটি।
iPhone 15 কেনার পরই Jio নম্বরে ঢুকবে SMS
যে সব কাস্টমাররা এই অফার পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন, iPhone 15 কেনার পর তাঁদের Jio নম্বরে SMS আসবে বা ইমেল আসবে তাঁদের মেল আইডিতে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, এই অফার আপনি কেবলই iPhone 15 কিনলেই পাবেন। এখন সেই সিম আপনি যদি iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ সোয়্যাপ করেন, তাহলে অফারটি কাজ করবে না।
এখন এই Jio 399 টাকার প্ল্যানটির মাধ্যমে আপনি আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করতে পারবেন। এর অর্থ হল, আপনি 5G কভারেজ পেয়ে যাবেন এবং কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই Jio True 5G ব্যবহার করতে পারবেন।
0 Comments