তারেক : গত বছর তো আমরা কেবল 'আলোচনা সভা' আর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছি, এবারও কি তাই হবে?
অনুপম : না না, এবারে একটু বৈচিত্র্য আনতে হবে। নতুন বিষয় সংযোজন করে একটু নতুনত্ব আনতে হবে।
তারেক : কিন্তু সেই নতুন বিষয়টা কী?
অনুপম : (একটু ভেবে) সকালে সবার কল্যাণ কামনা করে একটা মঙ্গল মিছিল' করা যায়। বিকালে বা সারাদিনব্যাপী একটা মেলার আয়োজন করা যায়।
তারেক : আগে নাকি নদীতে নৌকাবাইচ হতো, মাঠে ষাঁড় বা মোরগ লড়াই হতো, লাঠিখেলা হতো। এ রকম কিছু করা যায় না?
অনুপম : (উৎফুল্ল হয়ে) পেয়েছি। বিকালে কলেজ মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা যায়।
তারেক : হ্যাঁ, প্রবীণ আর নবীনদের মধ্যে হলে খুব জমজমাট হবে।
অনুপম : আর কী করা যায় বল তো?
তারেক : শিশুদের জন্য কোনো প্রতিযোগিতামূলক আয়োজন থাকলে ভালো হয়। যেমন, 'ছবি আঁকা' প্রতিযোগিতা।
অনুপম : হ্যাঁ, করা যেতে পারে।
তারেক : তাহলে চল, এ বিষয়ে প্রিন্সিপ্যাল সারের সঙ্গে কথা বলি। তারপর 'নবারুণ ক্লাবে'র সভাপতির সঙ্গে কথা বলা যাবে।
অনুপম : দিনব্যাপী আয়োজন না থাকলে আনন্দ জমে না। প্রোগ্রাম আজকেই ফাইনাল করে ফেলব, চল।
0 Comments