-------------------------------------------------------------------
From: mahfuz@gmail.com
-------------------------------------------------------------------
To: rasib@gmail.com
-------------------------------------------------------------------
cc:
-------------------------------------------------------------------
Subject: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ
-------------------------------------------------------------------
Text:
প্রিয় রাসিব,আমাদের জাতীয় জীবনে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাঙালির অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন— 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' শুধু তাই নয়, ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে নিরীহ মানুষের ওপর সশস্ত্র আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধু ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এ দিনকে যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য 'সবুজ সংঘ' থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। এ অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে। তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি।
তোমার বন্ধু
মাহফুজ ।
-------------------------------------------------------------------
0 Comments