Header Ads Widget

ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাই বা বোনকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।

-------------------------------------------------------------------
From: sojib@gmail.com
-------------------------------------------------------------------
To: rajib@gmail.com
-------------------------------------------------------------------
cc:
-------------------------------------------------------------------
Subject: ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল
-------------------------------------------------------------------
Text:
স্নেহের রাজীব,
আমার স্নেহ ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছ। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, গবেষণা প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটের প্রয়োজন। ইন্টারনেটনির্ভর প্রতিটি কাজে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকেও ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। যে কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগত তা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা যায়। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে তুমি বিদেশে পড়াশুনার সঠিক দিকনির্দেশনা সহজেই পাবে। ইন্টারনেটের সুফলের পাশাপাশি কিছু কুফলও রয়েছে। যেমন : পর্নোছবি, জুয়া খেলা, ব্লাকমেইল করা, ভাইরাস ছড়িয়ে দেওয়া ইত্যাদি বিষয় থেকে তোমাকে দূরে থাকতে হবে । ইন্টারনেটের ভালো-মন্দ বিষয়গুলো নির্ভর করবে তোমার ব্যবহারের ওপর। আশা করি ইন্টারনেটের ভালো দিকগুলোই তুমি সাগ্রহে গ্রহণ করবে। ভালো থেকো।

তোমার বড় ভাই
সজীব ।
-------------------------------------------------------------------

Post a Comment

0 Comments