Header Ads Widget

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

সিয়ামঃ শুভ সন্ধ্যা। কেমন আছো আবীর?

আবীরঃ তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি কেমন আছো?

সিয়ামঃ আমি ভালো আছি। তোমার খবর কী?

আবীরঃ আমার খবর ভালো। তারপর অনেক ভালো ফলাফল করলে, ভবিষ্যতে কী হতে চাও তুমি?

সিয়ামঃ হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই।

আবীরঃ ডাক্তার কেন? অন্য কিছু তো হতে পার?

সিয়ামঃ তোমার কথা ঠিক। তবে আমার ইচ্ছা অসহায় মানুষের সেবা করা। এম. বি. বি. এস পাস করে আমি গ্রামের ফিরবো এবং পল্লীর অসহায় মানুষের সেবাই নিজেকে আত্মনিয়োগ করব। কারণ, অরা অর্থের অভাবে সুচিকিৎসা পায় না। তাই ডাক্তার হয়ে সেসকল মানুষের সেবা করতে চাই।

আবীরঃ তোমার ইচ্ছার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তবে তোমার পরিবারের মতামত কী?

সিয়ামঃ আমার ইচ্ছার কথা শুনে তারা খুবই খুশি হয়েছে। তারা আমাকে স্বাগত জানিয়েছে।

আবীরঃ তাহলে তো আর কোনো কথাই নেই। আমরাও তোমাকে সুচিকিৎসক হিসেবে দেখতে চাই। আজ চলি সিয়াম, রাত হয়ে যাচ্ছে।

সিয়ামঃ ধন্যবাদ। ভালো থেকো। আবার দেখা হবে।

Post a Comment

0 Comments