জারিফ : নারীশিক্ষার দরকার নেই, এই অযৌক্তিক কথা কেন বলছ শরীফ?
শরিফ : কারণ নারীরা শিক্ষিত হলে তারা অতিরিক্ত চালাক আর বেয়াদব হয়ে যায় ।
জারিফ : একটা উদাহরণ দাও ।
শরীফ : কেন, হাবিবের মেয়েটাকে দেখলে না কেমন বাপের মানসম্মান তোয়াক্কা না করে হাসিবের হাত ধরে বেরিয়ে গেল ।
জারিফ : তারা কি খারাপ আছে? নাকি বাবা-মার খোঁজখবর নেয় না?
শরীফ : না, তা নয়। কিন্তু সোহানা কী করল? তার মামার গালে ঠাস করে একটা চড় মারল ।
জারিফ : কেন মারল সেটা বল। প্রথমত মামা খুব জঘন্য অন্যায় করেছে, আর দ্বিতীয়ত সোহানা ওর মামার চেয়ে বয়সে বড়। কাজেই শাসন করতেই পারে। আচ্ছা, মামা কি তোমার কাছে নালিশ করেছিল?
শরীফ : না, তা করেনি।
জারিফ : তুমি যে দুজনের কথা বললে তারা তো গ্রাজুয়েট। তারা চাকরি করছে, সংসারের কাজ করছে। আবার বাচ্চাদেরও পড়াচ্ছে। যদি শিক্ষা লাভ না করত তাহলে কি এ দায়িত্ব পালন করে এত ভালো থাকতে পারত?
শরীফ : তবুও...
জারিফ : আর কোনো তবুও নেই। এখন যে কঠিন সময় তাতে নারী-পুরুষ সবাইকে সমান তালে কাজ করতে হবে। না হলে সংসার ঠিকমতো চলবে না ।
শরীফ : তুমি ঠিকই বলেছ। আমি উদার মনে বিষয়টা ভেবে দেখিনি। শুধু শিক্ষা নয়, পুরুষের মতো নারীদেরও উচ্চশিক্ষা দরকার।
0 Comments