Header Ads Widget

কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ


রিয়াজ : তুমি কেমন আছ?

শাকিল : ভালো। তুমি কেমন আছ?

রিয়াজ : ভালো। তুমি কী করছ?

শাকিল : আমি কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ পড়ছি।

রিয়াজ: কম্পিউটার শিক্ষার গুরুত্ব পড়ছ? তুমি যে বইটা পড়ছ সেটা ছাপিয়েছে কম্পিউটার। আগে যে বই ছাপতে ছাপাখানায় এক বছর লাগত, সেটা কম্পিউটার করে দিচ্ছে ১০/১২ দিনে।

শাকিল : চমৎকার একটি পয়েন্ট বলেছ। তুমি আরও কিছু বলতে পারবে?

রিয়াজ : কেন নয়? কম্পিউটার সাক্ষর, নিরক্ষর যেকোনো লোক শিখতে পারে। চালনা করতে পারে। ইন্টারনেট চালনা শিখলে বিশ্বের তথ্যভান্ডার থেকে যেকোনো তথ্য সংগ্রহ করতে পারা যায়। শুধু তোমাকে খুঁজে বের করতে হবে, তুমি কী চাও? তুমি যা চাইবে, কম্পিউটার তাই তোমাকে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে।

শাকিল : অর্থাৎ আমি যদি কম্পিউটার শিক্ষা লাভ করি, তবে আমি বিশ্বায়নের একজন সক্রিয় আধুনিক সদস্য হতে পারব। বিশ্বের সর্বশেষ তথ্যটি এক মুহূর্তে জানতে পারব।

রিয়াজ: কম্পিউটারে ই-মেইল সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা এনেছে। ই-মেইল ব্যবসা-বাণিজ্যে বহুমুখিতা আনয়ন করছে। , তথ্যসেবা,

শাকিল : আজকাল ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালতের হিসাব-নিকাশ, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কৃষিশিক্ষা, কৃষিসেবা সবই প্রদান করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে।

রিয়াজ: কম্পিউটারের মাধ্যমে মানুষ ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, লেখাপড়া করছে। ডিগ্রি অর্জন করছে চাকরির জন্য আবেদনপত্র জমা দিচ্ছে। ঘরে বসে কাজ করে অর্থ উপার্জন করছে।

শাকিল : অর্থাৎ আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভের জন্য কম্পিউটার শিক্ষা অপরিহার্য।

রিয়াজ : ঠিক বলেছ বন্ধু। তোমাকে ধন্যবাদ।

শাকিল : তোমাকেও ধন্যবাদ।

Post a Comment

0 Comments