করোনাভাইরাসের আগের সময়ের ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ফিরছে আইপিএল। পরের মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে, এমন জানিয়ে রাজ্য সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, জানিয়েছে পিটিআই। আগামী বছরের শুরুতে মেয়েদের আইপিএল শুরু হবে বলেও জানিয়েছেন গাঙ্গুলী।
করোনাভাইরাসের কারণে ২০২০ সালে আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। দর্শকশূন্য অবস্থায় দেশটির তিনটি ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। এর মধ্যেই ২০২১ মৌসুমে আইপিএলে বাড়ানো হয় দুটি দল—গুজরাট ও লক্ষ্ণৌ।
ওই মৌসুমে ১০ দলের আইপিএল শুরু হয়েছিল ভারতেই, খেলা হওয়ার কথা ছিল দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও চেন্নাইয়ের চারটি ভেন্যুতে। তবে দলগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর স্থগিত করা হয় সেটি। আবারও আইপিএল নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এরপর গত মৌসুমে আইপিএল হয় মুম্বাইয়ের তিন ভেন্যু ওয়াংখেড়ে, নাবি মুম্বাই ও ব্র্যাবোর্ন আর পুনে, কলকাতা ও আহমেদাবাদে।
তবে পরিস্থিতি আবার ‘স্বাভাবিক’ হচ্ছে বলে আইপিএলকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পুরোনো ফরম্যাটে, রাজ্য সংস্থাগুলোতে ২০ সেপ্টেম্বর দেওয়া চিঠিতে এমন জানিয়েছেন গাঙ্গুলী।
0 Comments